Crime in Uttar Pradesh

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ২ ছাত্রীকে হেনস্থার অভিযোগ, উত্তরপ্রদেশে অভিযুক্তদের খোঁজে পুলিশ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের দুই ছাত্রীকে হেনস্থার অভিযোগ। ঘটনায় অভিযুক্তেরা এখনও অধরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৭:২২
Share:

—প্রতীকী চিত্র।

পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে নিগ্রহের অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। গ্রামের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তারা। সেই সময়েই বাইকে চেপে চার দুষ্কৃতী তাদের হেনস্থা করে বলে অভিযোগ। রাস্তার ধারে সিসি ক্যামেরা বসানো ছিল। সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তেরা এখনও অধরা।

Advertisement

জানা গিয়েছে, বাইকে চেপে দুষ্কৃতীরা উত্যক্ত করতে শুরু করলে দুই ছাত্রী সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। উঠে পালানোর চেষ্টা করে তারা। এক জন কোনওক্রমে ছুটে পালাতে পারলেও, অপর ছাত্রী রাস্তায় পড়ে যায়। তখনই এক অভিযুক্ত তরুণ ওই ছাত্রীকে টানতে টানতে রাস্তার ধারে ধানক্ষেতের দিকে নিয়ে যেতে শুরু করেন। ভয়ে চিৎকার শুরু করে দুই ছাত্রী। তাদের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে। তখন অভিযুক্তেরা বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যান। রাস্তার ধারে সিসি ক্যামেরা বসানো রয়েছে। সেই ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

শুক্রবারের ওই ঘটনা ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। দেওরিয়ার পুলিশ সুপার সংকল্প শর্মা বলেন, “বাইকে চেপে এসে কিছু দুষ্কৃতী দুই কিশোরীকে হেনস্থা করেছিল বলে অভিযোগ আসে আমাদের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পাঁচটি দল গঠন করে অভি‌যুক্তদের খোঁজ চালানো হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তেরা দ্রুত ধরা পড়ে যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement