Attempt to Murder

যৌন নিগ্রহের অভিযোগ জানানোর খেসারত? দলিত তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যপ্রদেশে

কিছু দিন আগেই যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন তরুণী। অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে অবশ্য জামিন পেয়ে যান। এ বার সেই অভিযুক্তের পুত্রের বিরুদ্ধেই নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১০:২২
Share:

—প্রতীকী চিত্র।

যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন তরুণী। তারই কি খেসারত দিতে হল তাঁকে? মধ্যপ্রদেশের বছর উনিশের ওই তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার। প্রথমে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল খান্দাওয়া জেলা হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে ইনদওরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে থানায় গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন তরুণী। সেই দিনেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে ৮ অক্টোবর অভিযুক্ত জামিন পেয়ে যান। তরুণীর পরিবারের দাবি, অভিযুক্ত জামিনে মুক্তির পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল তাদের। এর পর গত শুক্রবার অভিযুক্তের পুত্র ওই তরুণীর বাড়িতে চড়াও হন। শুরু হয় বচসা, তর্কাতর্কি। অভিযোগ, সেই সময়েই তিনি তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। ঘটনার পর দ্রুত তরুণীর পিতা ঝাঁপিয়ে পড়েন এবং আগুন নেভান। তত ক্ষণে প্রায় ২৭ শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার শরীর।

খান্দওয়ার পুলিশ সুপার মনোজকুমার রাই জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর বয়ান সংগ্রহেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই মামলার ক্ষেত্রে তরুণীর বয়ান খুব গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement