এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিল্লির সরাই কালে খাঁ এলাকায় গণধর্ষণ কাণ্ডে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন ভিখারি এবং এক জন অটোচালক রয়েছেন। অন্য জন কাগজ কুড়োনোর কাজ করেন বলে পুলিশ সূত্রে খবর।
ধৃত তিন জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন তাঁরা সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। জেরায় পুলিশ জানতে পেরেছে, সরাই কালে এলাকাতেই কাগজ কুড়োনোর কাজ করেন এক অভিযুক্ত। প্রথমে তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই এলাকাতে ভিক্ষা করেন আরও এক অভিযুক্ত। রাস্তার ধারেই দিন কাটে তাঁর। ধর্ষণের ঘটনায় কাগজ কুড়োনো লোকটির সঙ্গে যোগ দেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভিখারি আবার প্রতিবন্ধী। জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন, কাগজ কুড়োনি এবং ভিখারির সঙ্গে কিছু পরে যোগ দেন অটোচালক। তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখে ফেলেন। অভিযোগ, তার পরই দু’জনের সঙ্গে তিনি যোগ দেন। ঘটনাচক্রে, অটোচালক এবং ভিখারিও নেশাগ্রস্ত ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অটোচালক এর পর তরুণীকে নিজের অটোতে তুলে নিয়ে অন্যত্র যান। অভিযোগ, সেখানেও তরুণীকে ধর্ষণ করেন অটোচালক। তার পর রাস্তার ধারে ফেলে দিয়ে পালান। তিন দিন আগেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৭০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তার পরই তাঁদের গ্রেফতার করা হয়।
গত ১০ অক্টোবরের ঘটনা। রাত সওয়া ৩টে নাগাদ এক সেনা অফিসার তরুণীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার পরই তিনি পুলিশকে ফোন করেন। তাঁকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। একটি গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, তরুণী ওড়িশার বাসিন্দা।