Devendra Fadnavis

Devendra Fadnavis: বাড়িতেই বয়ান দেবেন্দ্রের

কিছু ফোন নম্বরও ছিল ওই চিঠিতে, যেগুলিতে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তার জেরেই এই জিজ্ঞাসাবাদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ০৮:৪৫
Share:

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাড়িতে পুলিশ ও তদন্তকারীরা। রবিবার মুম্বইয়ে। ছবি পিটিআই।

ফোনে আড়ি-পাতা মামলায় রবিবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাড়ি গিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে তাঁর বয়ান নিল পুলিশ। অতীতে একটি চিঠি উদ্ধৃত করে এই বিজেপি নেতা দাবি করেন যে, রাজ্যের প্রাক্তন গোয়েন্দাপ্রধান রশ্মি শুক্ল ওই চিঠিতে পুলিশ বিভাগের বদলি ঘিরে দুর্নীতির কথা তৎকালীন ডিজি-কে জানিয়েছিলেন। কিছু ফোন নম্বরও ছিল ওই চিঠিতে, যেগুলিতে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তার জেরেই এই জিজ্ঞাসাবাদ।

Advertisement

এ দিন দুপুরে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের সাইবার পুলিশের তরফে ডিসিপি হেমরাজ সিংহ রাজপুত, এসিপি নিতিন যাদব এবং দু’জন ইনস্পেক্টরকে নিয়ে গড়া একটি দল ফডণবীসের বাংলো ‘সাগর’-এ গিয়ে তাঁর বয়ান নেয়। বাড়ির বাইরে কড়া নিরাপত্তার সত্ত্বেও একাধিক বিজেপি নেতা জড়ো হয়েছিলেন। পরে ফডণবীস বলেন, ‘‘বদলি ও পোস্টিং সংক্রান্ত বিষয়ে পুলিশ আমার বয়ান নিয়েছে। আমি সব প্রশ্নের জবাব দিয়েছি। এই মামলায় আমিই হুইসলব্লোয়ার। মহারাষ্ট্র সরকার গত ছ’মাস ধরে বিষয়টি নিয়ে টালবাহানা করছে।’’ মহারাষ্ট্রের বর্তমান জোট সরকারের মন্ত্রীরা যদিও বিনা অনুমতিতে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলে রশ্মি শুক্লর বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement