ফাইল ছবি।
‘‘যোগী আদিত্যনাথ যদি দ্বিতীয় বার ক্ষমতায় আসেন, তা হলে উত্তরপ্রদেশ ছেড়ে দেব। দিল্লি-কলকাতা, যেখানে হোক চলে যাব।’’ মন্তব্য খ্যাতনামা কবি মুনব্বর রানার। যোগী সরকারের দিকে তুমুল আক্রমণ শানিয়ে মুনব্বরের দাবি, গত সাড়ে চার বছরে যোগী সরকারের নিশানায় ছিলেন কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা।
কবি মুনব্বর রানা বরাবরই বিজেপি-বিরোধী বলে পরিচিত। এ বার তিনি সরাসরি দাবি করলেন, বিজেপি জিতলে এবং যোগী আদিত্যনাথ লখনউয়ের তখতে ফেরত এলে তিনি উত্তরপ্রদেশের বাস উঠিয়ে অন্যত্র চলে যাবেন। মুনব্বর সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার পূর্বপুরুষ পাকিস্তান না গিয়ে স্বেচ্ছায় এখানেই থেকে গিয়েছিলেন। এটাই আমার দেশ। কিন্তু বাসায় আগুন লাগলে পাখিও পালায়। আমারও একই দশা।’’ উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে মুনব্বরের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে সাত দফায় ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। শেষ দফার ভোট ৭ মার্চ। ফল গণনা ১০ মার্চ।