ফাইল ছবি
দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা।
গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত এক লক্ষ ৫৯ হাজার কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ২৭,৫৫৩। কোভিডের এই স্ফীতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। কী ভাবে এর মোকাবিলা সম্ভব তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতেই এই বৈঠকের ডাক দিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে ২৪ ডিসেম্বর সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি ‘সতর্ক’ এবং ‘সাবধান’ থাকার বার্তা দেন। তার পর থেকে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে। একের পর এক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন।