লক্ষদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ সফরের কারণে প্রভাব পড়েছে দ্বীপপুঞ্জের পর্যটনে। বহু মানুষ লক্ষদ্বীপ নিয়ে খোঁজখবর চালাচ্ছেন। তেমনটাই দাবি করলেন লক্ষদ্বীপের পর্যটন বিভাগের উচ্চপদস্থ কর্তা ইমতিয়াজ় মহম্মদ টি বি।
সংবাদ সংস্থা এএনআইকে ইমতিয়াজ় বলেন, ‘‘প্রধানমন্ত্রী সফরের প্রভাব বিশাল। আমাদের সঙ্গে বহু মানুষ যোগাযোগ করছেন। ফোন করে পর্যটন সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন।’’ আন্তর্জাতিক পর্যটকেরাও লক্ষদ্বীপ নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলে ইমতিয়াজ় জানিয়েছেন।
উল্লেখযোগ্য, মাস চারেক আগে লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। লক্ষদ্বীপের সমুদ্রে প্রধানমন্ত্রী মোদীর স্নর্কেলিং (এক ধরনের জলক্রীড়া) করা, সাদা বালির উপর ভ্রমণ বা নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবি প্রকাশ্যে আসার দিনই ৫০ হাজার মানুষ লক্ষদ্বীপ নিয়ে গুগ্লে অনুসন্ধান চালিয়েছিলেন। এর পরেই মনে করা হচ্ছিল, চলতি বছর থেকে ভিড় আরও বাড়বে লক্ষদ্বীপের সমুদ্রসৈকতে। তা যে বাস্তবে হয়েছে, সে কথাই জানিয়েছেন ইমতিয়াজ়।
লক্ষদ্বীপের পর্যটন বিভাগের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে ইমতিয়াজ় এ-ও জানিয়েছেন, দ্বীপপুঞ্জে আরও ক্রুজ জাহাজের প্রচার করতে চায় প্রশাসন। লক্ষদ্বীপের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা সুবিন্যস্ত হলে দ্বীপপুঞ্জে পর্যটকদের আনাগোনা অনেক বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে ৪ জানুয়ারি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী মোদীর লক্ষদ্বীপ সফরের পর সারা বিশ্বের দৃষ্টি গিয়ে পড়েছে দ্বীপপুঞ্জে।