PM Narendra Modi

পাঁচ রাজ্যে ভোটের মুখে যুবকদের বার্তা মোদীর

‘আত্মনির্ভর ভারত’ গড়তে উৎসবের মরসুমে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, এ বারের গান্ধী জয়ন্তীতে খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ০৬:৫৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পাঁচ রাজ্যে ভোটের মুখে গুরুত্বপূর্ণ সময়ে আজ তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠানে যুবক এবং প্রথম বারের ভোটারদের পাশে পেতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়কেও বার্তা দিয়েছেন। দেশ জোড়া উৎসবের মরসুমে দেশবাসীর প্রতি তাঁর অনুরোধ, জিনিস কেনার ক্ষেত্রে ‘ভোকাল ফল লোকাল’ (স্থানীয় পণ্যের জন্য সরব) নীতিকে অগ্রাধিকার দেওয়া হোক।

Advertisement

‘মন কি বাত’-এর ১০৬তম পর্বে দেশবাসীকে উৎসবের মরসুমের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর দেশ জুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠার কথা প্রধানমন্ত্রী জানান। ‘মাই ইয়ং ইন্ডিয়া’ বা ‘মেরা যুবা ভারত’ নামের ওই সংগঠন দেশ গড়ার কাজে যুবকদের সক্রিয় অংশগ্রহণের উৎসাহ দেবে বলে আশা তাঁর। পাশাপাশি ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে দেশে আদিবাসী গৌরব দিবস উদ্‌যাপনের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, “বিরসা মুন্ডা আমাদের হৃদয়ে থাকেন। তাঁর জীবন থেকে শিখেছি, সত্যিকারের সাহসিকতা কাকে বলে। কী ভাবে নিজের লক্ষ্যে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তা-ও ওঁর জীবন থেকে শেখা যায়।”

‘আত্মনির্ভর ভারত’ গড়তে উৎসবের মরসুমে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, এ বারের গান্ধী জয়ন্তীতে খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামী দিনেও দেশীয় উৎপাদনকে এ ভাবেই উৎসাহিত করোর ডাক দেন মোদী। আহ্বান জানিয়েছেন, সবাই যেন স্থানীয় পণ্য কেনায় নজর দেন। তিনি বলেন, ‘‘প্রতি বারের মতো, এ বারও আমাদের উৎসবে ভোকাল ফর লোকালই হোক অগ্রাধিকার। আমাদের আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন। ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদন হাব হয়ে উঠছে।” সবাইকে স্থানীয় পণ্য কেনার সময় ইউপিআই ব্যবহার করারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীও বটে। রবিবার ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement