PM Narendra Modi

Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের মত কী? জানতে চান মোদী!

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা কী কৌশল রচনা করছেন, নজর রাখছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের মত জানতে চান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৬:০৮
Share:

ফাইল চিত্র।

দেশের রাষ্ট্রপতি পদে কে আসীন হবেন? নির্বাচনের প্রাক্কালে শাসক-বিরোধী দুই শিবিরেই তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই নিয়ে চর্চার আবহে বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদের বৈঠক। এই প্রেক্ষাপটের দিকে মোদী বাহিনীও যে নজর রাখছে, তার আঁচ পাওয়া গেল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গের এক মন্তব্যে।

Advertisement

খড়গে দাবি করেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী শিবিরের কী মতামত, তা জানতে চান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কথা তাঁকে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সংবাদসংস্থা এএনআই-কে খড়গে বলেন, ‘‘রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মতামত জানতে চান। আমি জানতে চেয়েছি, তাঁদের কী প্রস্তাব, কারা প্রার্থী?...এই প্রসঙ্গে কিছু বলেননি। আমরা যদি সর্বসম্মতিতে, বিতর্কিত নয় এমন কাউকে (রাষ্ট্রপতি পদপ্রার্থী) বাছাই করি, তা হলে কি সরকার মেনে নেবে?’’

এদিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধী শিবিরে শরদ পওয়ারের নাম জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও পওয়ার এই জল্পনা উড়িয়ে তাঁর ‘অনিচ্ছা’র কথা স্পষ্ট করেছেন। আবার, রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা কী দাঁড়ায়, তা জানার পরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। পাশাপাশি গাঁধী-পৌত্র গোপালকৃষ্ণ গাঁধীর নামও চর্চায় এসেছে। বিরোধী শিবিরের একাংশের সঙ্গে আলোচনায় বাংলার প্রাক্তন রাজ্যপাল ‘ইতিবাচক সম্মতি’ দিয়েছেন বলে খবর।

Advertisement

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিয়েছেন ১৭ টি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা। টিআরএস, আপ, অকালি দল-সহ পাঁচ দল যোগ দেয়নি বলে জানা গিয়েছে। মোট ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement