নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
অমিত শাহের মুখে শোনা গিয়েছিল আগেই। এ বার একই বক্রোক্তি শোনা গেল নরেন্দ্র মোদীর মুখেও। গত ৫ অগস্ট মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের কালো পোশাক নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী।
বুধবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘কিছু মানুষ হতাশা এবং নেতিবাচক মানসিকতায় আচ্ছন্ন। তাঁরা কালো জাদু (ব্ল্যাক ম্যাজিক) অবলম্বন করছে। গত ৫ অগস্ট কালো জাদুর অপপ্রচারের চেষ্টা হয়েছে। ওঁদের ধারণা, কালো পোশাক পরলে তাঁদের হতাশার সময় শেষ হবে।’’ ভোটের জন্য কিছু রাজনৈতিক দল খয়রাতির রাজনীতি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন মোদী। বলেন, ‘‘এই আত্মকেন্দ্রিক রাজনীতির জন্যই যে কেউ বিনামূল্যে পেট্রোল-ডিজেল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এমনটা করা হলে করদাতাদের উপরেই চাপ বাড়বে।’’
ঘটনাচক্রে, ২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজা করেছিলেন মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের ইঙ্গিত ছিল, সংখ্যালঘু সমাজকে তোষণের উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে ওই দিনটি আন্দোলনের জন্য বেছে নিয়েছে কংগ্রেস। কালো পোশাকের নেপথ্যেও একটি বিশেষ ধর্মীয় জনগোষ্ঠীকে ‘বার্তা’ দেওয়ার প্রয়াস নজরে এসেছিল শাহের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ আমজনতা। রয়েছে বেকারত্বের সমস্যা। এই আবহে যে ভাবে কংগ্রেস নেতৃত্ব উজ্জীবিত হয়ে আন্দোলনে নেমেছেন, তাতে অস্বস্তি বাড়ছে বিজেপির। মোদী-শাহের প্রতিক্রিয়া তারই প্রমাণ।