Prime Minister

International Yoga Day: ‘কোভিডের সময় অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটিয়েছে যোগ’, বললেন মোদী

যোগ দিবসের সকালে গেরুয়া কুর্তা পরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সোমবার এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২১ ০৯:২৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি— টুইটার।

অতিমারিতে মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তির উৎস হিসাবে প্রতিপন্ন হয়েছে যোগ। বিশ্বাস জুগিয়েছে, আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সোমবার এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, ‘‘দুর্বলতাকে শক্তিতে, নেতিবাচকতাকে ইতিবাচকতায় পরিণত করতে সাহায্য করেছে যোগ।’’

Advertisement

যোগ দিবসের সকালে গেরুয়া কুর্তা পরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী। সেখানেই তিনি বলেছেন, ‘‘যখন কোভিড আছড়ে পড়ে তখন কোনও দেশই তৈরি ছিল না। সেই সময় অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটিয়েছে যোগ। মানুষকে বিশ্বাস তৈরি করেছে তাঁরাও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম। প্রথম সারির যোদ্ধারা আমাকে বলেছে, যোগ করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার হিসাবে কাজ করেছে।’’

কোভিড মোকাবিলায় যোগকে ‘অস্ত্র’ বলার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগের সম্পর্কের কথাটিও এ দিন মনে করিয়েছেন মোদী। অতিমারির সময়ে যোগ নিয়ে মানুষের উৎসাহ বেড়েছে বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, “বিশ্বের অধিকাংশ দেশেই যোগ দিবস আদি পরম্পরা নয়। অনেকে এটাকে অবহেলা করেছেন, ভুলে গিয়েছেন। কিন্তু এই কঠিন সময়ে যোগ নিয়ে মানুষের উৎসাহ এবং ভালবাসা বেড়েছে।’’

Advertisement

যোগের শ্বাসজনিত ব্যায়াম মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে বলে সোমবার দাবি করেছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement