Narendra Modi

অযোধ্যায় কাটাবেন প্রায় তিন ঘণ্টা, দেখে নিন মোদীর আজকের কর্মসূচি

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রিত ১৭৫ জন অতিথি। প্রতিটি স্তরে স্বাস্থ্যবিধি মানার কথা জানিয়ে দিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ১৭:৪৮
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

রামমন্দিরের ভূমিপুজো ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে অযোধ্যায়। বুধবারের সেই অনুষ্ঠান ঘিরে এখন আগ্রহের পারদ চড়ছে দেশ জুড়ে। ঐতিহাসিক সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ তাঁর হাতেই ওই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। অযোধ্যায় মোট তিন ঘণ্টা কাটাবেন মোদী। ওই দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

এক নজরে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদী দিল্লি থেকে কখন অযোধ্যায় পৌঁছবেন, কত ক্ষণ থাকবেন এবং কী কী কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রিত ১৭৫ জন অতিথি। এই অনুষ্ঠানের প্রতিটি স্তরে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে আগেই জানিয়ে দিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। ওই দিনের কর্মসূচি অনুযায়ী, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হনুমান মন্দিরে যাওয়ার কথা নরেন্দ্র মোদীর। সেখানে হনুমানকে উৎসর্গ করে বিশেষ পুজোও করার কথা তাঁর। তার পর মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা।

আরও পড়ুন: তারাপীঠ থেকে কালীঘাট, অনলাইনে পুজোর নামে প্রতারণার নয়া ফাঁদ

মূল অনুষ্ঠান রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। আর সে দিকেই নজর দেশের। সে জন্য তামিলনাড়ুর সাধুরা রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে সোনা এবং রুপোর দু’টি ইট দিয়েছেন। সোনার ইটের ওজন ৫ কেজি। রুপোর ইটটির ওজন ২০ কিলোগ্রাম। ওই ইটই স্থাপন করবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: সকলের মধ্যে রয়েছেন রাম, রাম সকলের সঙ্গে, অযোধ্যায় ভূমিপুজোর আগে বার্তা প্রিয়ঙ্কার

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement