ছবি: টুইটার থেকে সংগৃহীত।
সংসদ ভবনে ‘কাপুরুষোচিত’ হামলার ঘটনা কখনও ভুলবে না ভারত। সংসদে জঙ্গি হানার ১৯তম বর্ষপূর্তিতে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০০১-র ১৩ ডিসেম্বর লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। জঙ্গিরা মারা পড়ে। তবে তাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আট নিরাপত্তাকর্মী। নিহত হয়েছিলেন সংসদের এক মালিও।
আজ সংসদ চত্বরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রমুখ। প্রধানমন্ত্রী বলেন, ‘‘সংসদকে রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ ভুলব না আমরা। দেশ তাঁদের প্রতি ঋণী।