মহম্মদ আসলাম আওয়ান
কাশ্মীরে হিংসার উপরে উন্নয়নের জয়ের কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করছিলেন ‘ব্যাক টু ভিলেজ’ উদ্যোগের। যে উদ্যোগে প্রশাসনিক কর্তারা উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছে গিয়েছেন কাশ্মীরের প্রত্যন্ত প্রান্তে। প্রধানমন্ত্রী দাবি করেন, কাশ্মীরিরা বুঝিয়ে দিয়েছেন তাঁরা উন্নয়নের মূলস্রোতে যোগ দিতে আগ্রহী।
শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে বসে প্রধানমন্ত্রীর কথা শুনছিলেন শিক্ষক মহম্মদ আসলাম আওয়ান। বছর একত্রিশের আওয়ান ‘ফেসবুক লাইভ’-এ লেখেন, তিনি ‘ব্যাক টু দ্য ভিলেজ’ উদ্যোগে খুশি। তিনি মনে করেন, এই উদ্যোগ চালিয়ে যাওয়া উচিত। তাঁর মন্তব্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাতে বেজায় খুশি আওয়ান। তাঁর বক্তব্য, ‘‘এ বার থেকে উন্নয়নের বিষয়ে নানা পরামর্শ দিতে পারব। আমার জীবনের মোড় ঘুরল মনে হচ্ছে।’’
জঙ্গি উপদ্রুত শোপিয়ান জেলার ফেলিপোরা গ্রামে বাড়ি আওয়ানের। শিক্ষকতা ছাড়াও নানা সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত তিনি। তাঁর কথায়, ‘‘নানা কারণে আগে যে সব এলাকার দিকে নজর দেওয়া হয়নি সে সব এলাকার বাসিন্দারাও এই উদ্যোগে সামিল হয়েছেন। প্রশাসনের ডাকা গ্রাম সভায় তাঁরা এমন সব বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলি আগে উন্নয়নমূলক কাজকর্মের তালিকায় রাখাই হতো না।’’