PM Narendra Modi

কঠিন মাটিতে পদ্ম ফোটানোর পরামর্শ মোদীর

বিজেপির দলীয় নীতি অনুযায়ী, প্রতি ছ’বছর অন্তর সদস্যপদ নবীকরণ করাতে হয় সদস্যদের। সেই মতো আজ প্রধানমন্ত্রীর হাতে নতুন সদস্যপদের কার্ড তুলে দেন সভাপতি জেপি নড্ডা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে, এমন বুথগুলিতে দলের সদস্য বেশি করে বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত হেরে যাওয়া বা তুলনামূলক দুর্বল এলাকায় দলের জনসংযোগ বাড়াতেই আজ সদস্য সংগ্রহ অভিযানের সূচনা মঞ্চ থেকে ওই নিদান মোদীর। একই সঙ্গে, আজ থেকে শুরু হওয়া সদস্য সংগ্রহ অভিযানে মহিলাদের আরও
বেশি করে সদস্য করার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

বিজেপির দলীয় নীতি অনুযায়ী, প্রতি ছ’বছর অন্তর সদস্যপদ নবীকরণ করাতে হয় সদস্যদের। সেই মতো আজ প্রধানমন্ত্রীর হাতে নতুন সদস্যপদের কার্ড তুলে দেন সভাপতি জেপি নড্ডা। সূত্রের মতে, এর আগে যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তাতে দেশ জুড়ে ১০ কোটি সদস্য সংগ্রহ করেছিল দল। এ বারে সেই সদস্য সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। নড্ডা বলেন, ‘‘সদস্য সংগ্রহের পরে বুথ, মণ্ডল, জেলা, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে দলীয় নির্বাচন হবে। যার ভিত্তিতে রাজ্য ও দেশের সভাপতি বেছে নেওয়া হবে।’’ সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে ভোটদাতাদের একটি বড় অংশ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ দলীয় কর্মীদের যে এলাকাগুলিতে ভোটের ফল খারাপ হয়েছে কিংবা বিজেপি সাংগঠনিক ভাবে দুর্বল, সেখান থেকে সব থেকে বেশি সদস্য সংগ্রহে জোর দিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘‘সহজ জায়গায় তো সবাই পারে, যেখানে চ্যালেঞ্জ রয়েছে, সেখানে পদ্ম ফোটাতে হবে।’’

সদস্য সংগ্রহ অভিযানে নেমে দু’টি শ্রেণিকে আরও বেশি করে কাছে টানার উপরে জোর দিয়েছেন মোদী। মূলত, মহিলা ও সদ্য প্রাপ্তবয়স্ক (১৮-২০)-দের উপরে। লোকসভা ও বিধানসভায় তাঁর সরকারের মহিলাদের জন্য ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা আইনের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দলে মহিলাদের উপস্থিতি আরও বাড়াতে হবে। সদস্য সংগ্রহের সময়ে কর্মীদের সেই বিষয়টি মাথায় রাখতে হবে।’’ যাঁরা সদ্য প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাঁদের কাছে পৌঁছনোর উপরে জোর দিয়েছেন মোদী। দলে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করতেই ওই লক্ষ্য নিয়েছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement