মা হীরাবেনের সঙ্গে নৈশভোজে মোদী
সদ্য-সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুক্রবার গুজরাত সফরে গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। গাঁধীনগরের বাসভবনে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, সোফায় মায়ের সঙ্গে বসে কথা বলছেন মোদী। এর পর একসঙ্গে বসে নৈশভোজও সেরেছেন তিনি।
মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন মোদী
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর এ বার মোদীর নজরে নিজের রাজ্য গুজরাত। সেই লক্ষ্যেই শুক্রবার দু’দিনের সফরে গিয়ে আমদাবাদে রোড-শো করেন তিনি। এর পর অংশ নেন গুজরাত পঞ্চায়েত মহাসম্মেলনে। জনতার উদ্দেশে ভাষণে সেখানে মোদী বলেন, ‘‘গুজরাতের ভূমি বাপু এবং সর্দার বল্লভভাই পটেলের। বাপু সব সময় গ্রামীণ উন্নয়ন এবং স্বনির্ভর গ্রামের কথা বলতেন। আজ আমরা অমৃত মহোৎসব উদ্যাপন করছি। বাপুর গ্রামীণ বিকাশের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।’’
মায়ের সঙ্গে কথা বলছেন প্রধামন্ত্রী
চলতি বছরের ডিসেম্বরেই গুজরাতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নজরে রেখে শনিবারও একাধিক কর্মসূচি রয়েছে মোদীর। এই রাজনৈতির কর্মসূচির মাঝেই শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই মারফত প্রকাশ্যে এসেছে ওই ছবি।