PM Narendra Modi

PM Narendra Modi: উত্তরপ্রদেশে বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানান, জেবরে এই বিমানবন্দরের নির্মাণকাজ ২০২৪-র মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়ডা (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৫:৫২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘এই আন্তর্জাতিক বিমানবন্দর হবে উত্তর ভারতের পরিবহণ দ্বার। এখানে প্রচুর কর্মসংস্থান হবে। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে কর্মসংস্থানের জন্য।’’ সরকারি সূত্রে বলা হচ্ছে, জেবর এবং অযোধ্যা বিমানবন্দরের কাজ শেষ হলে দেশের মাত্র রাজ্য হবে উত্তরপ্রদেশ, যেখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে।

Advertisement

৫ হাজার একর এলাকা জুড়ে জেবরের এই বিমানবন্দরটি তৈরি করছেন জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ’টি তৈরি করতে খরচ পড়বে প্রায় ২৯ হাজার ৫৬০ কোটি টাকা। ২০১৯-এর নভেম্বরে সুইস এয়ারপোর্ট সংস্থা কাজের দায়িত্ব পায়। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি হবে। সরকারের দাবি, নির্মাণ সম্পূর্ণ হলে নয়ডা এয়ারপোর্টই হবে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর।

মঞ্চে যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্যের পূর্বতন সমাজবাদী পার্টির সরকার এবং কেন্দ্রের কংগ্রেস সরকারকে নিশানা করে মোদী বলেন,‘‘২০ বছর আগে তৎকালীন বিজেপি সরকার এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির স্বপ্ন দেখেছিল। কিন্তু এত দিন লখনউ আর দিল্লির সরকারের মধ্যে সংঘাতের কারণে তা করা যায়নি। এমনকি আগের রাজ্য সরকার এই প্রকল্পের কাজ বন্ধ করার জন্য চিঠিও লিখেছিল। কিন্তু এ বার আমরা ভূমিপুজোর সাক্ষী থাকলাম।”

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, গৌতম বুদ্ধ নগরের জেবরে এই বিমানবন্দরের নির্মাণকাজ ২০২৪-র মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এ’টি তৈরি হয়ে গেলে বছরে ১.২ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। তাঁর দাবি, দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক
বিমানবন্দরকে ছাপিয়ে নয়ডা এয়ারপোর্ট হবে ভারতের বৃহত্তম বিমানবন্দর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement