Narendra Modi

উন্নয়ন প্রকল্পে বঙ্গের ৩৭

রাজ্যে যে সব স্টেশন উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছে আসানসোল স্টেশনের জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ০৬:৩৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

শুধু রাজ্যে রাজ্যে বন্দে ভারত ছোটানো নয়, লোকসভা ভোটের আগে কেন্দ্রের উন্নয়নের বার্তা দিতে রবিবার দেশ জুড়ে স্টেশন উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত ভারত প্রকল্পের আওতায় এক বছরের মধ্যে সারা দেশে ৫০৮টি স্টেশনে তার প্রথম ধাপ সম্পূর্ণ করা হবে বলে রেল সূত্রের খবর। মোট বরাদ্দ ২৪ হাজার ৪৭০ কোটি টাকা।

Advertisement

এই প্রকল্পের আওতায় শিয়ালদহ, ব‍্যারাকপুর-সহ রাজ্যের ৩৭টি স্টেশন রয়েছে। মোট ১৫০৩ কোটি টাকা তার জন্য বরাদ্দ। তবে যে ভাবে রাজ্যে প্রথম পর্যায়ে ওই সব স্টেশনকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে আঞ্চলিক ভোট রাজনীতির হিসাবও দেখছেন বিরোধীরা। এ দিন পূর্ব রেলের শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছিলেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। অনলাইনে প্রধানমন্ত্রীর বক্তৃতার মাঝে অবশ্য অনুষ্ঠানস্থল ছাড়েন তিনি।

রাজ্যে যে সব স্টেশন উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ ৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছে আসানসোল স্টেশনের জন্য। শিয়ালদহ স্টেশনের জন্য বরাদ্দ ২৭ কোটি টাকা। ব্যারাকপুর (২৬.৭), বর্ধমান (৬৪.২), বোলপুর (২১.১), শেওড়াফুলি (৩১.১), শান্তিপুর (২৩), বেথুয়াডহরী (২৮.৩) এবং নবদ্বীপ ধাম (২১.৮) স্টেশনের জন্যও মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনার আওতায় স্টেশনে ঢোকা-বেরোনোর পথের উন্নয়ন, লিফট, এসক্যালেটর, ট্র্যাভেলেটর বসানোর মতো স্বাচ্ছন্দ্য তৈরি করা ছাড়াও উন্নত পার্কিং, যাত্রী প্রতীক্ষালয়, আধুনিক শৌচালয়, স্টেশনের সৌন্দর্যায়ন-সহ নানা পরিকাঠামো গড়ে তোলার কথা রয়েছে। শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনের তুলনায় একাধিক ছোট স্টেশনের জন্য বিপুল বরাদ্দ অনেককে চমকে দিয়েছে। পাশাপাশি, প্রাথমিক উন্নয়ন পরিকল্পনায় দমদম, সোনারপুর, বারাসত, বালিগঞ্জের মতো একাধিক স্টেশন থাকা সত্ত্বেও প্রথম পর্যায়ের পরিকল্পনায় ওই সব স্টেশনের বাদ পড়ার মধ্যে ‘রাজনীতির ছায়া’ দেখছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement