Narendra Modi

করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে শনিবার জরুরি বৈঠকে মোদী

টিকাকরণ নিয়ে রোজই বিরোধী দলগুলির প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। চাহিদার তুলনায় সরবরাহের অভাব থাকায় উঠছে প্রশ্ন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১০:২৮
Share:

ফাইল ছবি

করোনা পরিস্থিতি ও দেশের টিকাকরণ নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি এই বৈঠকে বসছেন। দেশের করোনা পরিস্থিতি রোজই উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি, টিকার ঘাটতি নিয়ে বারবার সরব হচ্ছে বিরোধী দল থেকে একাধিক রাজ্য। প্রয়োজনীয় টিকার সরবরাহ নেই বলে সরব হচ্ছে তারা। এই বিতর্কের মধ্যেই শুক্রবার মোদী বৈঠকে বসতে চলেছেন।

Advertisement

শনিবার বেলা ১১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চপর্যায়ের এই বৈঠকের মূল আলোচ্য হিসাবে থাকবে দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণ কর্মসূচির বিষয়টি। বিরোধীদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, ‘‘১০০ বছরে সবচেয়ে বড় অতিমারির সামনে পড়েছে পৃথিবী। প্রতিটি পদক্ষেপে এটি পৃথিবীকে পরীক্ষা করছে। এ এক অদৃশ্য শক্তি হিসাবে আমাদের আক্রমণ করছে প্রতিনিয়ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement