জি-৭ সম্মেলনে মোদী।
বিশ্ব জুড়ে উন্নত মানের স্বাস্থ্য পরিকাঠামো গ়়ড়ে তোলার বার্তা দিয়ে জি-৭ বৈঠকে ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ নীতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। জি-৭ গোষ্ঠীভুক্ত না হওয়া সত্ত্বেও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণেই এ বার ওই বৈঠকে যোগ দিয়েছে ভারত।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে যখন গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো বেসামাল, ঠিক সেই সময়ে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিশ্বের একাধিক দেশ। সেই বিষয়টি তুলে ধরে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। বৈঠকে মোদী যে বিষয়গুলির উপর বিশেষ জোর দিয়েছেন, তা তুলে ধরে একটি বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিষেধক তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এবং অন্যান্য সরঞ্জামের সরবরাহ বজায় রাখা জরুরি যাতে ভারতের মতো দেশ টিকার উৎপাদন বাড়াতে পারে। কোভিডের মোকাবিলায় ভারত যে সব পদক্ষেপ করেছে, তা বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, যাতে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলি তা থেকে উপকৃত হতে পারে।
জি-৭ বৈঠকে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটেন। সোমবারও জি-৭ সম্মেলনের পরবর্তী দুই পর্বের বৈঠকে অংশ নেবেন নরেন্দ্র মোদী।