নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।
লোকসভা ভোটে জয়ের পর রবিবার প্রথম ‘মন কি বাত’ সম্প্রচার করল আকাশবাণী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএকে আবার নির্বাচিত করে ক্ষমতায় ফেরানোর জন্য ধন্যবাদ জানালেন দেশবাসীকে। সংবিধানে ‘অটুট আস্থা’ রাখার জন্য তাঁদের কুর্নিশও করলেন।
‘মন কি বাত’ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন মোদী। নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তাঁর। তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার এই অনুষ্ঠানে ভোটে জেতানোর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন তিনি। তাঁর কথায়, ‘‘দেশের সংবিধান এবং গণতন্ত্রের উপর অটুট আস্থা রাখার জন্য আজ দেশবাসীকে ধন্যবাদ জানাই। ২০২৪ সালের লোকসভা ভোট পৃথিবীতে বৃহত্তম নির্বাচন ছিল। কোনও দেশে এত বড় ভোট হয়নি, যেখানে ৬৫ কোটি মানুষ ভোটদান করেছেন।’’
আদর্শ নির্বাচনী আচরণবিধি দেশে জারি হওয়ার পর ‘মন কি বাত’ বন্ধ হয়ে যায়। ২৫ ফেব্রুয়ারি শেষ বার হয়েছিল এই অনুষ্ঠান। মোদী জানিয়েছেন, অনুষ্ঠান বন্ধ হলেও দেশে এই নিয়ে উদ্দীপনা ছিল যথেষ্ট। তিনি জনতার সঙ্গে যোগাযোগ ‘মিস্’ করেছেন বলেও জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত দিনটা এল। কয়েক মাসের জন্য মন কি বাত অনুষ্ঠান বন্ধ হলেও তার উদ্দীপনা, দেশ, সমাজের জন্য প্রতি দিন স্বার্থহীন ভাবে যে ভাল কাজ করা হচ্ছে, সমাজের উপর অনুষ্ঠানের যে প্রভাব পড়ছে, তা কিন্তু অপ্রতিহত থেকে গিয়েছে।’’
অনুষ্ঠানে অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় খেলোয়াড়দের উজ্জীবিত করার কথা বলেছেন মোদী। সে জন্য ‘চিয়ারফরভারত’ হ্যাশট্যাগ ব্যবহারের কথাও বলেছেন। তাঁর কথায়, ‘‘পরের মাসে এই সময়ে অলিম্পিক্স শুরু হয়ে যাবে। আমি নিশ্চিত, আপনারা সকলে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অলিম্পিক্সের জন্য আমিও খেলোয়াড়দের শুভেচ্ছা জানাই। টোকিয়ো অলিম্পিক্সের স্মৃতি এখনও আমাদের মনে স্পষ্ট, কারণ ভারতীয় খেলোয়াড়েরা সকলের মন জয় করেছিলেন। তখন থেকেই আমাদের খেলোয়াড়েরা প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন।’’
রবিবার ছিল হুল দিবস। সেই প্রসঙ্গও এসেছে মোদীর কথায়। পাশাপাশি, মাকে সঙ্গে নিয়ে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি দেশবাসীকে। মায়েদের সম্মান জানাতেই এই উদ্যোগ প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্বের দরবারে ভারতীয় ছবির সাফল্য নিয়েও মোদী কথা বলেছেন ‘মন কি বাত’ অনুষ্ঠানে। ২০১৪ সালের অক্টোবরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগস্থাপনের জন্য এই অনুষ্ঠান শুরু করেছিলেন মোদী। ২২টি ভারতীয় ভাষা, ২৯টি উপভাষা, ফরাসি, চিনা, আরবি-সহ ১১টি বিদেশি ভাষায় সম্প্রচার করা হয়। অল ইন্ডিয়া রেডিয়োর ৫০০টি কেন্দ্রের মাধ্যমে হয় সম্প্রচার।