ফাইল ছবি
লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন তিনি। সেই পুরস্কারের টাকা তিনি দান করে দিয়েছেন। গত মাসে পুরস্কার নিতে নিজেই পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। সেখানে গিয়ে দেখা হয়নি লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে, কারণ তিনি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আবেগঘন চিঠি টুইটারে দিয়েছেন হৃদয়নাথ।
সেই চিঠিতে তাঁকে পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে মোদী লিখেছেন, ‘‘গত মাসে মুম্বইয়ের আনুষ্ঠানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তাতে আমি অভিভূত। কিন্তু অসুস্থতার জন্য আপনার সঙ্গে দেখা হয়নি।’’ এর পর তিনি লেখেন, ‘‘আমি যখন পুরস্কার নিতে উঠেছিলাম, তখন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। লতা দিদির কথা মনে পড়ছিল। তাঁর অনুপস্থিতি আমি অনুভব করছিলাম। খালি মনে হচ্ছিল আমি এ বার রাখি পরা থেকে বঞ্চিত হব।’’
স্মৃতিচারণ করে তিনি আরও লেখেনষ ‘‘মাঝে মাঝে তিনি (লতা) আমাকে ফোন করতেন আমার শরীর খোঁজ নিতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এখন আর কেউ ফোন করবে না।’’
প্রধানমন্ত্রী চিঠি শেষ করেছেন, তাঁর পুরস্কারের ১ লক্ষ টাকা মঙ্গেশকর পরিবারের পছন্দের কোনও স্বেচ্ছাসেবা সংস্থাকে দিতে অনুরোধ করে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।