সতর্কবার্তায় শোনা যায় ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের গলা। ফাইল ছবি
করোনা সংক্রমণের পর থেকে ফোনের কলার টিউনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক করে দেওয়ার নিয়ম চালু হয়েছে। সেই সতর্কবার্তাগুলির মধ্যে একটি বার্তায় শোনা যায় ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের গলা। এ বার কলার টিউন থেকে সেই কণ্ঠস্বর সরানোর জন্যই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করা হল। সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে।
এতদিন অনেকেই অভিযোগ করতেন, এই দীর্ঘ বার্তার কারণে অনেক জরুরি ফোন করার সময় অকারণ হয়রান হতে হয় সাধারণ গ্রাহকদের। সেই কারণে গ্রাহকদের কলার টিউনটি মাঝপথে বন্ধ করার একটি অপশন দেয় ট্রাই অর্থাৎ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। তারপরেও অবশ্য করোনা সতর্কবার্তা সব ফোনেই চলছিল।
আপাতত ধীরে ধীরে দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ কমেছে। এখনও অবধি দেশে মোট আক্রান্ত ১ কোটি ৪ লক্ষ। তবে নতুন করে আতঙ্ক বাড়িয়েছে করোনার নয়া স্ট্রেনের সংক্রমণ। এখনও পর্যন্ত ব্রিটেন থেকে উদ্ভূত সেই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৭৩ জন ভারতীয়। বুধবার এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন: হাজার হাজার কৃষকের ট্রাক্টর মিছিল, অবরুদ্ধ হতে পারে রাজধানী
আরও পড়ুন: দেশে ১২টি বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত, নির্দেশিকা জারি কেন্দ্রের