বিচ্ছেদ মামলায় রায় হাই কোর্টের
Delhi High Court

‘ছবি আসল কি না প্রমাণ করতে হবে ডিপফেক-যুগে’

আবেদনকারীর আইনজীবী জানান, বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়েছিল। কিন্তু রায় দেওয়ার সময়ে নিম্ন আদালত বিষয়টিকে অগ্রাহ্য করেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর উচিত নিম্ন আদালতে পুনর্বিবেচনার জন্য আর্জি পেশ করা।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ০৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

স্ত্রী বা স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রমাণ হিসেবে পেশ করা ছবি আসল কি না তা আগে নিম্ন আদালতে প্রমাণ করতে হবে বলে জানাল দিল্লি হাই কোর্ট। হাই কোর্টের মতে, ডিপফেক প্রযুক্তির যুগে এ ছাড়া পথ নেই।

Advertisement

এক স্থপতির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় সময়ে স্ত্রী ও নাবালক কন্যার জন্য খোরপোষ হিসেবে মাসে ৭৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন স্বামী। তাঁর তরফে জানানো হয়, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত। প্রমাণ হিসেবে কয়েকটি ছবি পেশ করেন তিনি। কিন্তু সেগুলিকে প্রমাণ হিসেবে মানতে রাজি হয়নি বিচারপতি রাজীব শাকধের ও বিচারপতি অমিত বনশলের বেঞ্চ। বিচারপতিরা বলেন, ‘‘আমরা ছবিগুলি দেখেছি। আবেদনকারীর স্ত্রীকেই ওই ছবিতে দেখা যাচ্ছে কি না তা স্পষ্ট নয়। আমরা ডিপফেকের যুগে বাস করি। তাই এ ক্ষেত্রে নিম্ন আদালতে বিচারের সময়ে ওই ছবি পেশ করে প্রমাণ করতে হবে তা আসল।’’ বিচারপতিরা বলেন, ‘‘নিম্ন আদালতে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে এমন কোনও প্রমাণ নেই। কিন্তু এই আদালতে জোরের সঙ্গে সেই প্রসঙ্গে জোরদার সওয়াল হয়েছে। নিম্ন আদালতের রায়ে এই প্রসঙ্গের কোনও উল্লেখ নেই।’’

আবেদনকারীর আইনজীবী জানান, বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়েছিল। কিন্তু রায় দেওয়ার সময়ে নিম্ন আদালত বিষয়টিকে অগ্রাহ্য করেছে। সে ক্ষেত্রে আবেদনকারীর উচিত নিম্ন আদালতে পুনর্বিবেচনার জন্য আর্জি পেশ করা।’’

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement