আমার-আপনার মতো সাধারণ মানুষের চিন্তা আরও বাড়িয়ে দিল এ বারের বাজেট।
সামান্য মাস-মাইনেয় টেনেটুনে সংসার চালানোর পর বিপদে পড়লে যাঁদের ভরসা প্রভিডেন্ট ফান্ড, তাঁদের মাথায় কার্যত, আকাশ ভেঙে পড়ল!
কোনও কারণে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুললে এ বার তার জন্য আমাকে-আপনাকে আয়করও দিতে হবে!
আরও পড়ুন- পিএফের টাকা তোলার নিয়ম বদল
যত টাকা তুলবেন, আয়কর গুনতে হবে তার ৬০ শতাংশের ওপর। বাকি ৪০ শতাংশ টাকার ওপর আয়কর দিতে হবে না। পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে।
এই মূহুর্তে দেশে ছয় কোটি সরকারি ও বেসরকারি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের আওতায় রয়েছেন।
কিছু দিন আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থসচিব।