Petrol Cost

Petrol-Diesel Price Hike: আগুন জ্বালানি! ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, মোট বৃদ্ধি ৭ টাকা ২০ পয়সা

কলকাতায় শুক্রবার পর্যন্ত লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১০১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৮:৫৯
Share:

শনিবার কলকাতাতে পেট্রোলের দাম ১১২ টাকা ১৯ পয়সা। ফাইল চিত্র ।

সাধারণের নাভিশ্বাস উঠিয়ে আবারও বাড়ল পেট্রোপণ্যের দাম। দেশে এই নিয়ে গত ১২ দিনে ১০ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। শনিবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৪ পয়সা। ডিজেল বেড়েছে ৮০ পয়সা। এর ফলে ১২ দিনে পেট্রোপণ্যের দাম মোট ৭ টাকা ২০ পয়সা বাড়ল।

Advertisement

কলকাতায় শুক্রবার পর্যন্ত লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১০১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা। শনিবার বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা এবং ৯৭ টাকা ২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ৬১ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা।

দীপাবলির সময় পেট্রল ও ডিজেলের উৎপাদন শুল্ক ছাঁটাইয়ের পর দেশে টানা ১৩৭ দিন তেলের দাম অপরিবর্তিত ছিল। তবে পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই আবার বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজেলের দাম। শনিবারও পুরনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় পেট্রলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement