—প্রতীকী চিত্র।
মূল্যবৃদ্ধিতে ফের সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেল। শুক্রবার নতুন করে দাম বাড়ল দুই জ্বালানিরই। এই নিয়ে পর পর ১১ দিন দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে।
শুক্রবার তেল সংস্থাগুলি লিটারে ৩০ পয়সা করে দাম বাড়িয়েছে। তার জেরেই হাতে ছ্যাঁকা লাগার জোগাড় সাধারণ মানুষের। দিল্লিতে শুক্রবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৯ টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে ৯০.১৯ টাকা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা।
মায়ানগরী মুম্বইয়ে শুক্রবার লিটারে পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। ৪টি মেট্রো শহরে মধ্যে দেশের মধ্যে মুম্বইয়েই এই মুহূর্তে জ্বালানির দাম সবচেয়ে বেশি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ৯১ টাকা ৪১ পয়সা হয়েছে। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম এই মুহূর্তে ৮৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইয়ে পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৯২ টাকা ২৫ পয়সা এবং ৮৫ টাকা ৬৩ পয়সা হয়েছে।
রাজস্থান এবং মধ্যপ্রদেশে পেট্রলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ‘অ্যাডিটিভ’ মেশানো পেট্রলের প্রতি লিটার দাম আগেই ১০০ ছাড়িয়ে গিয়েছে। সৌদি আরব এবং অন্য তেল উৎপাদনকারী দেশগুলি উত্তোলনে রাশ টানায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, তার জন্যই ভারতে লাগাতার জ্বালানির দাম বেড় চলেছে বলে মনে করা হচ্ছে।