বিভাজনে ক্ষুব্ধ বরাক

নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, বাঙালির জমি হাতছাড়া করানোর লক্ষ্যেই এই আইন আনা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০২:৫০
Share:

সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ। অসমে। ছবি: পিটিআই।

জমি নিয়ে অসমের বিজেপি সরকারের সিদ্ধান্তে বরাক উপত্যকার মানুষ ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত। অসম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে আগেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। তার খসড়া প্রস্তাব চূড়ান্ত হওয়ার আগেই সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভা গত কাল সিদ্ধান্ত নিয়েছে, 'ভূমিপুত্রদেরই ভূমির অধিকার' সংক্রান্ত বিল আনা হবে বিধানসভার আগামী অধিবেশনে।

Advertisement

নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, বাঙালির জমি হাতছাড়া করানোর লক্ষ্যেই এই আইন আনা হচ্ছে। তাঁর কথায়, ‘‘সরকার বরাকবাসীকে আলাদা হওয়ার মানসিকতায় ঠেলে দিচ্ছে।’’ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সহসভাপতি ইমাদুদ্দিন বুলবুলের কথায়, ‘‘আমরা সকল জনগোষ্ঠীকে নিয়ে মিলেমিশে অসমেই থাকতে চাই। কিন্তু সরকার আমাদের পৃথক রাজ্যের দাবি তুলতে বাধ্য করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement