মণিপুরে আইএলপি, উদ্বেগে বরাক

শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশ কর্মহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন। তাঁরা এই সময়ে প্রতিবেশী দুই রাজ্যে গিয়ে ব্যবসা করছেন, নানা রকমের কাজ করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

মণিপুর ও মেঘালয়ে ইনার লাইন পারমিট (আইএলপি) চালু হওয়ায় উদ্বেগে বরাক উপত্যকার মানুষ। এই দুই রাজ্যই বাঙালি অধ্যুষিত বরাকের সীমানা ঘেঁষা। প্রতিবেশী মিজোরামে আগে থেকেই আইএলপি চালু রয়েছে। সেখানকার অভিজ্ঞতার নিরিখেই বরাকবাসী দুশ্চিন্তায়। মিজোরামে কথায় কথায় আইএলপির নামে বাঙালিদের হেনস্তা করা হয় বলে অভিযোগ। এ বার সেই যন্ত্রণা আরও দুই রাজ্যে ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় উৎকন্ঠা বেড়েই চলেছে।

Advertisement

বিশেষ করে, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশ কর্মহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন। তাঁরা এই সময়ে প্রতিবেশী দুই রাজ্যে গিয়ে ব্যবসা করছেন, নানা রকমের কাজ করছেন। আইএলপি হলে তাঁরা কতটা নির্বিবাদে কাজকর্ম করতে পারবেন, তা নিয়েই বরাকের সর্বত্র এখন আলোচনা। উদ্বেগে উপত্যকার বিভিন্ন সংগঠনও।

নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থের কথায়, উত্তর-পূর্ব থেকে বাঙালি উৎখাতের চক্রান্ত চলছে। আইএলপির দরুন তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলেই আশঙ্কা তাঁর। উদ্বেগে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনও। সম্মেলনের সভাপতি নীতীশ ভট্টাচার্য বলেন, এ ভাবে সব রাজ্যে আইএলপি চালু হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মার খাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement