Dudhsagar Waterfalls

Viral: ট্রেনের উপর আছড়ে পড়ছে জলপ্রপাত! দুধসাগরের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য ভাইরাল

বর্ষার সময় দুধসাগর জলপ্রপাতের অপরূপ দৃশ্য চোখে পড়ে গোয়া থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ০৯:৫৬
Share:

ছবি সৌজন্য টুইটার।

জলের ঝাপটায় চারপাশটা সাদা হয়ে গিয়েছে। জলের চাদরে যেন কুয়াশা তৈরি হয়েছে। আর সেই চাদর ভেদ করে যেতে গিয়েই থমকে গিয়েছে ট্রেন। দেখে মনে হচ্ছে কুয়াশায় ট্রেনের কয়েকটি বগি অদৃশ্য হয়ে গিয়েছে। এমনই দৃশ্য ধরা পড়েছে গোয়ার দুধসাগর জলপ্রপাতের ধারে। সেই ভিডিয়ো টুইটে শেয়ার করেছে রেল মন্ত্রক। যা ভাইরাল হয়েছে।
মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় দুধসাগর জলপ্রপাতের পাশ দিয়ে মান্ডোভি নদীর উপরে রেলসেতু দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। কিন্তু প্রবল বৃষ্টি আর দুধসাগর জলের ধারায় চারপাশে ঘন কুয়াশার চাদর তৈরি হয়েছিল। যার জেরে দৃশ্যমানতাও কমে গিয়েছিল। অগত্যা চালককে ট্রেন থামিয়ে দিতে হয়। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

Advertisement

সেতুর মাঝে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। তার গায়ে আছড়ে পড়ছে জলপ্রপাতের ঝাপটা। সঙ্গে জুড়েছে বৃষ্টি। সব মিলিয়ে এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। বর্ষার সময় দুধসাগর জলপ্রপাতের অপরূপ দৃশ্য চোখে পড়ে গোয়া থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement