Air India

সহযাত্রীর গায়ে প্রস্রাবের পর খাবারে পাথর! আবার শিরোনামে এয়ার ইন্ডিয়া

যাত্রী সর্বপ্রিয়া সঙ্গওয়ানের টুইটের পরেই তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এয়ার ইন্ডিয়া। দাবি করা হয়েছে, খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে। যদিও তাতে কমছে না যাত্রী অসন্তোষের মাত্রা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯
Share:

এয়ার ইন্ডিয়ার খাবারে পাথর! ছবি টুইট করে দাবি যাত্রীর। ফাইল ছবি।

আবার শিরোনামে এয়ার ইন্ডিয়া। তবে সুনাম নয়, এ বার দেশের অন্যতম প্রধান পরিহণ সংস্থার খাবারে পাওয়া গেল পাথরের টুকরো। সম্প্রতি মত্ত অবস্থায় সহযাত্রী এক বয়স্কা মহিলার গায়ে এক ব্যক্তির প্রস্রাব করে দেওয়ার ঘটনা ঘটে এয়ার ইন্ডিয়ার বিমানে। তা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। হস্তক্ষেপ করতে হয় টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থার প্রধানকেও। তার রেশ কাটতে না কাটতেই এ বার খাবারে পাথর!

Advertisement

এয়ার ইন্ডিয়ার বিমানে দেওয়া খাবারে পাথর! এমনই অভিযোগ করলেন এক যাত্রী। তিনি টুইটে খাবারের সঙ্গেই থালার মধ্যে পাওয়া পাথরের টুকরোরও ছবি দেন। টুইটে তিনি লেখেন, ‘‘পাথরমুক্ত খাবার দিতে অর্থ বা সামর্থ্যের কোনও প্রয়োজন নেই এয়ার ইন্ডিয়া। এই দেখুন, আপনাদের দেওয়া খাবারে আমি কী খুঁজে পেয়েছি! ক্রু সদস্য শ্রীমতি জাডোনকে বিষয়টি জানানো হয়েছে। এই ধরনের গাফিলতির কোনও ক্ষমা নেই।’’

ওই যাত্রীর নাম সর্বপ্রিয়া সঙ্গওয়ান। টুইটার হ্যান্ডলে নিজের পরিচয় দিয়েছেন ভারতে ইউটিউবের প্রধান বলে। তাঁর টুইটের পরেই তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে এয়ার ইন্ডিয়াও। টাটা গোষ্ঠীর বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে। যদিও তাতে কমছে না যাত্রী অসন্তোষের মাত্রা।

Advertisement

সম্প্রতি মত্ত অবস্থায় এয়ার ইন্ডিয়ার বিমানে বয়স্কা মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্র নামে এক যাত্রীর বিরুদ্ধে। তা নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। বেঙ্গালুরু থেকে শেষমেশ দিল্লি পুলিশ গ্রেফতার করে শঙ্করকে। ঘটনার অভিঘাতে চাকরিও হারান শঙ্কর। বসিয়ে দেওয়া হয় সেই বিমানের কর্মীদের একাংশকে। প্রস্রাব-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার বিতর্কে এয়ার ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement