কেন্দ্র বা রাজ্য সরকারি চাকরি পেতে গেলে বাধ্যতামূলক ভাবে অন্তত পাঁচ বছর চাকরি করতে হবে ভারতীয় সেনাবাহিনীতে। ভারতীয় সেনাবাহিনীতে পর্যাপ্ত অফিসার ও কর্মীর অভাবের প্রেক্ষিতেই সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটি এই সুপারিশ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, স্ট্যান্ডিং কমিটির সেই সুপারিশ কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগে পাঠানো হয়েছে বিবেচনার জন্য।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে উচ্চ পদস্থ অফিসার (লেফটেন্যান্ট থেকে জেনারেল), জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও (হাবিলদার মেজর থেকে সুবেদার মেজর) ও আদার র্যাঙ্ক বা ওআর (সিপাই থেকে হাবিলদার মেজর পর্যন্ত)-এ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। স্থলবাহিনীতে ৭ হাজার ৬৭৯ জন উচ্চ পদস্থ অফিসার, জেসিও এবং আদার র্যাঙ্কে ২০ হাজার ১৮৫ জনের ঘাটতি রয়েছে। নৌবাহিনীতে ঘাটতি রয়েছে ১ হাজার ৪৩৪ জন অফিসার ও ১৪ হাজার ৭৩০ জন জেসিও এবং আদার র্যাঙ্কের কর্মীর। বিমানবাহিনীতে ঘাটতি রয়েছে ১৪৬ জন অফিসার ও ১৫ হাজার ৩৫৭ জন জেসিও এবং আদার র্যাঙ্কের কর্মীর।
আরও পড়ুন- অস্ত্র কেনার টাকা কই, সেনার প্রশ্নে প্যাঁচে কেন্দ্র
আরও পড়ুন- ঋণখেলাপিদের পাসপোর্ট সাসপেন্ড করার ভাবনা
অন্য দিকে, শুধু ভারতীয় রেলেই কর্মী সংখ্যা ৩০ লক্ষের বেশি। তা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীর সংখ্যাও খুব কম নয়। এ তো গেল শুধু কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীর সংখ্যা। সব ক’টি রাজ্য সরকারি চাকুরের সংখ্যা প্রায় ২ কোটি।
সংসদের প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটির ওই সুপারিশ খতিয়ে দেখাছে কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগ। একমত হলে মন্ত্রক তা বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠাবে।