ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরের দুই জেলায় পাকিস্তানি হামলায় আজ নিহত হলেন তিন সেনা। আহত হয়েছেন পাঁচ জন।
সেনা জানিয়েছে, আজ সকালে কুপওয়ারার নওগাম সেক্টরে মর্টার ও অন্য অস্ত্র নিয়ে হামলা চালায় পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। পাক হামলায় হাবিলদার কুলদীপ সিংহ ও রাইফেলম্যান শুভনাম নিহত হন। আহত হন চার সেনা। অন্য দিকে পুঞ্চে কৃষ্ণ ঘাটি সেক্টরেও এ দিন হামলা চালায় পাকিস্তান। তাতে নিহত হন ভারতীয় সেনার ল্যান্স নায়েক কার্নেল সিংহ। আহত হয়েছেন আর এক সেনা।
সেনা জানিয়েছে, ২০১৯ সালে ১৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বার সংঘর্ষবিরতি ভেঙেছিল পাকিস্তান। সেই বছরে ৩১৬৮ বার হামলা চালিয়েছিল পাক বাহিনী। ২০১৮ সালে হামলার সংখ্যা ছিল ১৬২৯। ২০২০ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হামলার সংখ্যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেনা মুখপাত্র দেবেন্দ্র আনন্দের মতে, ‘‘২০২০ সালে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সংখ্যা বিস্ময়কর। ৬ মাসের মধ্যে ২ হাজার বার হামলা চালিয়েছে পাকিস্তান। গোটা ২০১৮ সালে এত হামলা হয়নি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর থেকে ক্রমাগত পাক হামলা বেড়ে চলেছে।’’
কোভিড অতিমারি সত্ত্বেও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানও থেমে নেই। চলতি বছরে নিয়ন্ত্রণরেখা পেরোতে গিয়ে নিহত হয়েছে ৯৮ জন জঙ্গি।