সেনাপ্রধান বিপিন রাওয়তের তোপের জবাব দিল পাকিস্তান। তাদের দাবি, ভারত কোনও বেপরোয়া পদক্ষেপ করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
এক সাক্ষাৎকারে রাওয়ত বলেন, ‘‘নির্দেশ পেলে আমরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও অভিযান চালাতে পারি। পরমাণু অস্ত্র আছে নিয়ে দীর্ঘ দিন মিথ্যে প্রচার চালিয়ে আসছে ইসলামাবাদ। প্রয়োজনে সেই মিথ্যে ভেঙে দেওয়া হবে।’’
পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, ভারত কোনও বেপরোয়া পদক্ষেপ করলে জবাব দেওয়া হবে। তবে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকায় ভারতের পক্ষে এখন আর অভিযানে নামা সম্ভব নয়। পাক পরমাণু অস্ত্র মূলত ভারতের চ্যালেঞ্জের মোকাবিলার জন্যই তৈরি রাখা হয়েছে। তবে ভারত যে এখন জঙ্গি দমন বা পাক হামলার জবাব দিতে নিয়ন্ত্রণরেখা পেরোতে দ্বিধা করবে না তা স্পষ্ট করে দিয়েছেন রাওয়ত। তাঁর মতে, কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে নয়া কৌশলের প্রয়োজন।