ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন

এ দিকে আজই ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক গোলাগুলিতে পুঞ্চ ও রাজৌরির সীমান্তবর্তী গ্রামগুলোতে অন্তত ১৬টি প্রাণীর মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৬
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত নেওয়ার পরে ৪৮ দিন পেরিয়েছে। কাশ্মীরের বেশির ভাগ অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে কুপওয়ারা জেলার হান্ডওয়ারার মতো কিছু জায়গায় এখনও নিষেধাজ্ঞা রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সেনা নামানো হয়েছে। মোবাইল ও ইন্টারনেট এখনও চালু হয়নি বেশির ভাগ অংশে। জইশের পোস্টার বিলি করার জন্য আজ অবন্তীপোরা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এ দিকে আজই ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক গোলাগুলিতে পুঞ্চ ও রাজৌরির সীমান্তবর্তী গ্রামগুলোতে অন্তত ১৬টি প্রাণীর মৃত্যু হয়েছে। অন্তত ছ’টি সরকারি স্কুল রয়েছে ওই অঞ্চলে। আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, কোনও প্ররোচনা ছাড়াই রাজৌরির নৌশেরা সেক্টর ও পুঞ্চের মেন্ধর, শাহপুর ও কেরনি সেক্টরে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। পাল্টা জবাব দেয় ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement