JP Nadda

JP Nadda: মোদী জমানায় ভারতকে সমঝে চলে পাকিস্তান, দাবি নড্ডার

তাঁর যুক্তি, ভারতের অবিচ্ছদ্য অঙ্গ হিসাবে কাশ্মীরকে জোড়ার যে কাজ পটেল শুরু করেছিলেন, তা শেষ করেছেন মোদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৮:৪৬
Share:

সর্দার বল্লভভাই পটেলের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ করেছেন বলে দাবি করলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। ফাইল ছবি

দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ করেছেন বলে দাবি করলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। তাঁর যুক্তি, ভারতের অবিচ্ছদ্য অঙ্গ হিসাবে কাশ্মীরকে জোড়ার যে কাজ পটেল শুরু করেছিলেন, তা শেষ করেছেন মোদী। বিজেপি সভাপতির দাবি, মোদীর আমলে ভারতকে সমঝে চলে পাকিস্তান।

Advertisement

মোদীর ২০ বছরের শাসক জীবন নিয়ে লেখা বই ‘মোদী @২০’-শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করেছিলেন দিল্লি বিজেপি নেতৃত্ব। আজ তাতে বক্তব্য রাখতে গিয়ে নড্ডা বলেন, ‘‘গোটা দেশে এক নিশান, এক সংবিধান, এক প্রধানের লক্ষ্যে বল্লভভাই পটেল যে কাজ শুরু করেছিলেন, তা সমাপ্ত করেন মোদী।’’

বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, ২০১৯ সালে দ্বিতীয় মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। যা দীর্ঘদিন ধরেই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ফলে কাশ্মীর তাঁর বিশেষ ক্ষমতা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। আজ নড্ডা এক নিশান-এক সংবিধানের দাবি করলেও, কংগ্রেসের পাল্টা কটাক্ষ, এই সরকার দীর্ঘদিন ধরে নাগা শান্তি চুক্তি ঝুলিয়ে রেখেছে। যার ফলে এ বার নাগা জঙ্গিরা ১৪ অগস্ট নাগাল্যান্ডে নিজেদের পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করেছে। এই ব্যর্থতার কোনও জবাব কী রয়েছে মোদী সরকারের কাছে!

Advertisement

সন্ত্রাস প্রশ্নে মোদী সরকার আগের চেয়ে কড়া পদক্ষেপ করায় দেশে জঙ্গি হামলা কমে গিয়েছে বলে দাবি করেন নড্ডা। তিনি বলেন, ‘‘আগে পাকিস্তান যখন ইচ্ছে তখন জঙ্গি হামলা চালাত। কিন্তু উরি-তে সন্ত্রাসবাদী হামলা ও তার পরে পুলওয়ামায় হামলার পরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়।’’ নড্ডার দাবি, ভারতের ওই কড়া অবস্থানের পর থেকেই সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের মনোভাব পাল্টে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement