পরমাণু-সন্ত্রাস রোখার মঞ্চেও নিশানায় পাক

এক দিকে পাকিস্তানকে পাশে বসিয়ে পরমাণু সন্ত্রাসবাদ-সহ আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া। অন্য দিকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) অর্ন্তভুক্তির জন্য নিজেদের স্বচ্ছ রেকর্ডকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪১
Share:

সন্ত্রাস-বিরোধী মঞ্চে বিদেশসচিব এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে বুধবার পিটিআইয়ের ছবি।

এক দিকে পাকিস্তানকে পাশে বসিয়ে পরমাণু সন্ত্রাসবাদ-সহ আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া। অন্য দিকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) অর্ন্তভুক্তির জন্য নিজেদের স্বচ্ছ রেকর্ডকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা। পরমাণু সন্ত্রাসবাদ রুখতে ৮৬টি দেশের সম্মেলনের প্রথম দিন আজ এই দু’টি বার্তা দিয়ে শুরু করল ভারত। বিদেশসচিব এস জয়শঙ্কর আজ পরমাণু সন্ত্রাসবাদ নিয়ে বলতে উঠে সার্বিক সন্ত্রাসবাদকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিযে এসেছেন। তির অবশ্যই পাকিস্তানের দিকে। তাঁর কথায়, ‘‘গত কয়েক দশক ধরে এটাই বার বার প্রমাণ হচ্ছে যে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক নিরাপত্তার সামনে সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জ।

Advertisement

পরমাণু প্রযুক্তি কোনও রাষ্ট্রের আচরণ বদলে দিতে পারে। তাহলে তা হাতে পেলে জঙ্গিদের মনোভাবও পুরোপুরি বদলে যেতে বাধ্য।’’ পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার যে সে দেশের মদতপ্রাপ্ত জঙ্গি সংগঠনগুলির কব্জায় আসতে পারে তা আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘ দিন ধরে বলে আসছে ভারত।

আরও পড়ুন: সুদের হার কমছে না, টাকা তোলার ঊর্ধসীমা বেড়ে ৫০ হাজার হচ্ছে

Advertisement

শুধু ভারতই নয়, এ ব্যাপারে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপের কিছু দেশকেও পাশে পেয়েছে নয়াদিল্লি। আজ এই সম্মেলনের সুযোগ নিয়ে সেই আশঙ্কাকে বিশদে পেশ করেছেন জয়শঙ্কর। বলেছেন, ‘‘পরমাণু নিরাপত্তার বিষয়টি ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জঙ্গিরা যাতে পরমাণু অস্ত্রে হাত না দিতে পারে সে জন্য গোটা বিশ্বকে একজোট হয়ে কাজ করতে হবে।’’ ভাল এবং খারাপ জঙ্গির পশ্চিমী তত্ত্বকেও ফের এক বার খারিজ করে দিয়েছেন বিদেশসচিব। যে মঞ্চে সদস্যদের মধ্যে পাকিস্তানও রয়েছে, সেখানে এমন বার্তা দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মত কূটনীতিকদের।

আরও পড়ুন: লোকসভায় মুখ খুলেও মোদী যেন জৌলুসহীন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement