প্রতীকী ছবি।
পুলওয়ামা নিয়ে ইমরানের খানের বার্তার পরের দিনই লাইন অব কন্ট্রোলে (এলওসি) গোলাগুলি শুরু করল পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। ভারতীয়সেনা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধের দিকে নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি ও মর্টার শেল চালাতে শুরু করে পাক সেনা। সঙ্গে সঙ্গেই পাল্টা গোলাবর্ষণ শুরু করে ভারতও।
প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধে ৫.৩০ নাগাদ জম্মুর রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনা। মর্টার শেলও ছোড়ে। প্রত্যুত্তরে ভারতের দিক থেকেও ভারী গোলাবর্ষণ করা হয়।
দুতরফেই প্রায় এক ঘণ্টা গোলাগুলি চলার পর সন্ধে ৬.২০ নাগাদ থামে। ভারতের তরফে এখনও কোও ক্ষয়ক্ষতির খবর নেই। এর আগে গত ২৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর জম্মুর পুঞ্চ সেক্টরেও একই ভাবে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। তবে পুলওয়ামা হামলার পর এই প্রথম নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালাল পাকিস্তান।
আরও পড়ুন: ভারতের অস্ত্রভাণ্ডার সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন
আরও পড়ুন: পুলওয়ামা হামলা ‘ভয়ঙ্কর’, মন্তব্য ট্রাম্পের, পাকিস্তানকে কড়া বার্তা মার্কিন বিদেশ মন্ত্রকেরও
আরও পড়ুন: ভারত আক্রমণ করলে প্রত্যাঘাতে প্রস্তুত পাকিস্তান, ফাঁকা আওয়াজ ইমরানের, দাবি দিল্লির