সীমান্তে গুপ্তচর হিসেবে কাজ করে ভারতীয় সেনা চৌকির অবস্থান পাক বাহিনীকে জানিয়ে দেওয়ার অভিযোগে জম্মু-কাশ্মীরে গ্রেফতার হল এক ব্যক্তি। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ধারানা এলাকার বাসিন্দা আমির হুসেনের কাছে পাকিস্তানের দু’টি সিম কার্ডও পাওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে সেখানে তিন বছর কাটিয়েছিল। গোয়েন্দাদের সন্দেহ, সেখানেই আইএসআইয়ের সঙ্গে তার যোগাযোগ হয়।
কয়েক মাস ধরেই পাক সেনা ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার হানা চালাচ্ছিল। গোয়েন্দাদের সন্দেহ হয়, এ পার থেকে কেউ তাদের ভারতীয় ছাউনির সঠিক অবস্থান জানাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, পুঞ্চের কোন এলাকা থেকে পাকিস্তানে নিয়মিত ভিত্তিতে ফোন যাচ্ছিল তা জানতে আড়ি পাতার কাজ শুরু করেন গোয়েন্দারা। তার পরেই আমির হুসেনের কার্যকলাপ নজরে আসে। গত মাসের শেষ থেকেই তার উপরে নজরদারি রাখার পর দিন দু’য়েক আগে গ্রেফতার করা হয় তাকে। গত কাল ও আজও পুঞ্চ জেলার হামিরপুর, বালকোটে ও সাজিয়ান সেক্টরে গুলি চালায় পাক সেনা। যদিও দিল্লিতে বিএসএফের সঙ্গে বৈঠকের শেষ দিনেও পাক রেঞ্জার্সের পক্ষ থেকে সংঘর্ষবিরতি চুক্তি না ভাঙার আশ্বাস দেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে,সীমান্তে শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেবে উভয় দেশ। সীমান্ত সন্ত্রাস বা গুলি চালানোর মতো ঘটনা রুখতে ফোন বা ইমেলে যোগাযোগ রাখবে।