India

অপহৃত দূতাবাস কর্মীদের উপরে অকথ্য নির্যাতনের অভিযোগ, বাড়ছে ভারত-পাক তিক্ততা

দুই কর্মীর সঙ্গে এ ধরনের আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ নয়াদিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৬:৫৬
Share:

পাকিস্তানে ভারতীয় দূতাবাস। ফাইল চিত্র।

সম্পর্কের তিক্ততা তো ছিলই, ভারতীয় দূতাবাসের দুই কর্মী অপহরণের ঘটনাকে ঘিরে কূটনৈতিক স্তরে ভারত-পাকিস্তানের সেই সম্পর্ক আরও তিক্ততার স্তরে পৌঁছল। এই ঘটনার পর পাকিস্তানে তাদের দূতাবাসের কর্মী ভারত কমাতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সোমবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের অদূরে একটি পেট্রল পাম্প থেকে সুলভাদেশ পল ও দওয়ামু ব্রাহমুর নামে দুই কর্মীকে ১৫ জনের সশস্ত্র একটি দল অপহরণ করে। প্রায় ১২ ঘণ্টা আটকে রাখার পর রাতে ছেড়ে দেওয়া হয় তাঁদের। অপহৃত কর্মীরা জানান, তাঁদের উপর ব্যাপক অত্যাচার করে অপহরণকারীরা। রড, লাঠি দিয়ে তাঁদের মারা হয়। নোংরা জল খেতে বাধ্য করা হয়।

দুই কর্মীর সঙ্গে এ ধরনের আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হয়, ওই দুই কর্মীকে হেফাজতে নিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাক কূটনীতিক সৈয়দ হায়দর শাহকে ডেকে প্রতিবাদপত্র (ডিমার্শ) দেয় বিদেশ মন্ত্রক। তাঁকে জানানো হয়, পাকিস্তানে কর্মরত ভারতীয়দের নিরাপত্তার দায় পাক সরকারেরই।

Advertisement

আরও পড়ুন: ভারত একতরফা সিদ্ধান্ত নিলে পরিণতি খারাপ হবে, বলল চিন

দুই কর্মীর অপহরণের ঘটনা নিয়ে যখন টানাপড়েন চলছে ভারত-পাকিস্তানের মধ্যে, ঠিক সেই সময়ই ভারতে নিযুক্ত পাক হাই কমিশনের কর্মীরা পাল্টা দাবি করেন, অপহরণের ভয়ে তাঁরাও কোনও কাজে বেরতে পারছেন না। যদিও এই অভিযোগকে নস্যাত্ করেছে নয়াদিল্লি। এই ঘটনার ঠিক দু’সপ্তাহ আগে দিল্লির পাক দূতাবাসের দুই কর্মী আবিদ হুসেন ও মহম্মদ তাহিরের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ওঠে। তার পরই তাঁদের ভারত ছাড়তে বলেছিল দিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement