ভারতীয় বাহিনীর সৌজন্য সম্ভবত অপ্রত্যাশিত ঠেকেছে পাকিস্তানের কাছেও। —ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তুমুল উত্তেজনা। পঞ্জাব এবং রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তেও তার আঁচ। কিন্তু তার মধ্যেই মানবিকতার অনন্য নজির রাখল বিএসএফ। জলের খোঁজে পথ ভুলে পঞ্জাবে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল পাক বালক। বিএসএফ-এর হাতে ধরাও পড়েছিল। কিন্তু রাতভর সুরক্ষিত রাখার পর সযত্নে তাকে পাকিস্তানে পৌঁছে দিয়েছেন ভারতের সীমান্তরক্ষীরা।
পঞ্জাবের দোনা তেলি মাল সীমান্ত চৌকির কাছে রবিবার সন্ধ্যায় এক বালককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ জওয়ানরা। তাকে হেফাজতে নেওয়া হয়। বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার নাম মহম্মদ তনবির। পাকিস্তানের কাসুর জেলার ধারি গ্রামে তার বাড়ি। তনবীর বিএসএফ জওয়ানদের জানায়, সে তৃষ্ণার্ত ছিল। টিউবওয়েল খুঁজতে খুঁজতে সে অজান্তেই ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল।
ভারত-পাক সীমান্তে এখন যা পরিস্থিতি, তাতে তনবিরের কথায় বিশ্বাস না করার যথেষ্ট কারণ ছিল। যে ভাবে জঙ্গি অনুপ্রবেশের একের পর এক চেষ্টা হচ্ছে, যে ভাবে একের পর এক আত্মঘাতী হামলা চলছে, তাতে পাকিস্তানের দিক থেকে ভারতে কারও ঢুকে পড়াকে মোটেই সহজ ভাবে নেওয়ার কথা নয় বিএসএফ-এর। সেই পরিস্থিতিতেও নজিরবিহীন ধৈর্য এবং মানবিকতার পরিচয় দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। তনবির যে কোনও অসদুদ্দেশ্য নিয়ে ভারতে ঢোকেনি, তা মেনে নেন বিএসএফ কর্তারা। রাতে ক্যাম্পেই রেখে দেওয়া হয় তাকে। সোমবার সকালে নির্বিঘ্নে তাকে সীমান্তে পৌঁছে দেওয়া হয়। তনবির পাকিস্তানে ফিরে যায়।
আরও পড়ুন: বেটিদের বর্ডার নেই! উদ্বিগ্ন পাক তরুণীদের পাশে দাঁড়ালেন সুষমা
ভারতীয় বাহিনীর এই সৌজন্যে মুগ্ধ তনবির। ২৯ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান পথ ভুলে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েছিলেন। তাঁকে এখনও আটকে রেখেছে পাকিস্তান। কিন্তু বিএসএফ পথভ্রষ্ট পাক বালককে রাতভর সুরক্ষিত রাখার পর, সকালে যে ভাবে পাকিস্তানে পৌঁছে দিয়েছে, তা পাকিস্তানের কাছেও অপ্রত্যাশিত ছিল। মানবিকতার এই নজির রেখে সোশ্যাল মিডিয়াতেও বিএসএফ প্রশংসা পেয়েছে।