ছবি: পিটিআই।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিনের বিষয়ে নিম্ন আদালতে আর্জি না জানাতে চিদম্বরমের আইনজীবীদের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি এবং সিবিআই হেফাজতে পাঠানো নিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চিদম্বরম যে আর্জি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সেই আবেদনেরও শুনানি হবে।
তিহাড় জেলে না পাঠিয়ে চিদম্বরমকে গৃহবন্দি রাখার জন্য তাঁর আইনজীবী কপিল সিব্বল গত কালই সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্টে বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি ও ওস বোপান্নার বেঞ্চের সামনে আজও সেই আর্জি জানান তিনি। সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা চিদম্বরমকে জেল হেফাজতে পাঠানোর জন্য পাল্টা সওয়াল করেন। সিবিআইয়ের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ যুক্তি দেন, অভিযুক্ত বলতে পারেন না যে তিনি পুলিশ হেফাজত না কি জেল হেফাজত— কোথায় থাকবেন। শীর্ষ আদালত জানায়, অন্তর্বর্তী জামিনের জন্য নিম্ন আদালতে চিদম্বরমের আর্জি নিয়ে বৃহস্পতিবারেই শুনানি হবে। সে দিনই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ও সিবিআই হেফাজতে তাঁকে রাখা নিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে চিদম্বরমের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট।
আজ চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি যুক্তি দেন, যদি চিদম্বরমকে জেলে পাঠানো হয়, তা হলে শীর্ষ আদালতে তাঁর আর্জির মামলাটি নিষ্ফলা হয়ে যাবে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরম মামলায় স্থিতাবস্থা বহাল থাকবে। চিদম্বরম থাকবেন সিবিআইয়ের হেফাজতেই। সিব্বল জানান, নিম্ন আদালতে আজ নির্ধারিত শুনানির সময়ে অন্তর্বর্তী জামিনের জন্য সওয়াল করবেন না তাঁরা।