Oxygen Cylinder

অক্সিজেন সঙ্কট দিল্লির আরও কয়েকটি হাসপাতালে, কোভিড রোগীর সঙ্গে বিপন্ন সদ্যোজাতরাও

শনিবার দিল্লির বাটরা হাসপাতালেও ৮০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এক চিকিৎসক-সহ ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৮:৪০
Share:

ফাইল ছবি।

অক্সিজেনের তীব্র সঙ্কটে ভুগছে দিল্লির একের পর এক হাসপাতাল। রাজধানীর মধুকর রেনবো শিশু হাসপাতাল রবিবার জানাল, তাদের অক্সিজেনের ভাঁড়ার প্রায় শেষ হওয়ার মুখে। ৪টি সদ্যোজাত-সহ ৫০ জন রোগী সঙ্কটাপন্ন। কতক্ষণ পর্যন্ত তাঁদের অক্সিজেন দেওয়া সম্ভব হবে, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অনিশ্চিত। একই কথা জানাল দিল্লির মালব্য নগর হাসপাতালও। জানাল, তাদেরও অক্সিজেনের তীব্র সঙ্কট। ওই হাসপাতালে রয়েছেন মোট ৮০ জন রোগী। তাঁদের মধ্যে যেমন কোভিড রোগী রয়েছেন তেমনই রয়েছে ১৫টি সদ্যোজাতও।

Advertisement

মালব্য নগর হাসপাতালের এক কর্তা বলেছেন, ‘‘আমাদের হাসপাতালে ৪টি সদ্যোজাত-সহ ৫০ জনকে সর্বদা অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। লিকুইড মেডিক্যাল অক্সিজেন মজুত করার ট্যাঙ্কও নেই ওই হাসপাতালে। অক্সিজেন পাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বেসরকারি সরবরাহকারীদেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।

হাসপাতালের এক কর্তার কথায়, ‘‘অনেকটা আগুন নেভানোর মতো কাজ করতে হচ্ছে এখন হাসপাতালের কর্মীদের। দিনে অক্সিজেনের অন্তত ১২৫টি সিলিন্ডার প্রয়োজন আমাদের। অথচ আমরা তার চেয়ে অনেক কম পাচ্ছি।’’

Advertisement

শনিবার দিল্লির বাটরা হাসপাতালেও ৮০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এক চিকিৎসক-সহ ১২ জন কোভিড রোগীর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement