ফাইল চিত্র।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের টিকা করোনাভাইরাসের ভারতীয় প্রজাতিকে রুখে দিতে সক্ষম। মানুষের শরীরে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের বি১.৬১৭.২ প্রজাতি। যার খোঁজ প্রথম ভারতেই পাওয়া যায়। ওই প্রজাতির বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকরী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের টিকা, বলছে ব্রিটিশ সরকারের একটি গবেষণা।
ব্রিটেনের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাবলিক হেল্থ ইংল্যান্ড’ থেকে তথ্য সংগ্রহ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ব্রিটেনের কেন্ট প্রদেশে ছ়ড়িয়ে পড়া করোনাভাইরাসের বি.১১৭ প্রজাতির মোকাবিলায় অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ৮৭ শতাংশ কার্যকরী। কিন্তু ভারতীয় প্রজাতি ব্রিটেনেও সংক্রমণ ছড়াতে শুরু করেছে। গত এক সপ্তাহে বি১.৬১৭.২ প্রজাতিতে নতুন করে ব্রিটেনে ৩,৪২৪ জন আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে সে দেশে।
স্যাঙ্গার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জেফ্রি ব্যারেট বলেন, ‘‘ব্রিটেনের কেন্ট প্রজাতির তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম ভারতীয় প্রজাতি। খুব খারাপ পরিস্থিতিতে তা ৫০ শতাংশও ছুঁতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।’’