Article 370 scrapped

‘কাশ্মীর ভাগের সিদ্ধান্ত গণতন্ত্রকে বিদ্রুপ’, একজোট ২০০ বিদ্বজ্জন

ওই তালিকায় রয়েছে অমিতাভ ঘোষ, অমিত চৌধুরী, পেরুমল মুরুগান, টি এম কৃষ্ণন, পি সাইনাথের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ২১:০৭
Share:

সরকার ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুক, এমনটাই চান বিদ্বজনেরা। ফাইল চিত্র

গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, গণতন্ত্রকে বিদ্রুপ করছে সরকার— সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ ও রাজ্য দ্বিখণ্ডিত করার সরকারিসিদ্ধান্তকে এ ভাষাতেই একজোট হয়ে নিন্দা করে একটি বিবৃতিতে স্বাক্ষর করলেন দেশের ২০০ জন বিদ্বজ্জন। ওই তালিকায় রয়েছে অমিতাভ ঘোষ, অমিত চৌধুরী, পেরুমল মুরুগান, টি এম কৃষ্ণন, পি সাইনাথের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী।

Advertisement

শুক্রবার একটি লিখিত বিবৃতিতে তাঁরা জানাচ্ছেন, ‘‘জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং তাকে দু’ভাগ করার কেন্দ্রীয় সিদ্ধান্তটি গণতন্ত্রকে উপহাস করছে। ১৯৪৭ সালে কাশ্মীরকে সংযুক্তকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও ভাঙা হল এর মধ্যে দিয়ে।’’


আরও পড়ুন: পরমাণু অস্ত্র ‘প্রথম ব্যবহার নয়’ নীতি পাল্টাতেও পারে ভারত, বললেন রাজনাথ
আরও পড়ুন: নমাজ পড়লেই কি জায়গা ছেড়ে দিতে হবে? অযোধ্যা মামলায় তর্ক সুপ্রিম কোর্টে

Advertisement

সংসদে পেশ করা এই সংক্রান্ত বিল পাশেরআগে কোনও মহলের পরামর্শ নেয়নি কেন্দ্র। কেন্দ্রের ওই মনোভাবের বিরোধিতা করে এক বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘কাশ্মীরে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও ধর্ম, বর্ণের মানুষের পরামর্শ নেওয়া হয়নি। অন্য রাজনৈতিক মতাদর্শের লোকজনের সঙ্গেও আলোচনা করা হয়নি। বরং নিরাপত্তার কড়াকড়ি চূড়ান্ত আকার নিয়েছে। এ থেকেই প্রমাণিত হয় ভিন্নমতকেই ভয় সরকারের।’’ তাঁদের দাবি, কাশ্মীরে গণতন্ত্র ফেরতে মানবাধির লঙ্ঘনকারী সমস্ত বন্দোবস্তগুলি প্রত্যাহার করুক সরকার। একই সঙ্গে তাঁরা চান, সরকার ৩৭০ অনুচ্ছেদের প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement