সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকদ্রব্য। ছবি টুইটার।
ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানাল বিএসএফ। বৃহস্পতিবার পঞ্জাবের ফিরোজপুর জেলা থেকে মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে ৮টি প্যাকেট পাওয়া গিয়েছে। যার মধ্যে থেকে ২.৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৬টি তাজা বোমা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানের সময় পায়ের ছাপ দেখতে পান জওয়ানরা। সেই মতো অভিযান চালিয়ে তাঁরা ৮টি প্যাকেট পড়ে থাকতে দেন। ওই প্যাকেটের মধ্যে থেকেই মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। কে বা কারা ওই প্যাকেটটি ফেলে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।