এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘এটি বিদেশ মন্ত্রকের বিষয় নয়। একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয়ে অন্য দেশের কোনও মন্তব্য স্বাগত নয়।’’
ফাইল চিত্র।
কর্নাটকে হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশাধিকার নিয়ে বিতর্ক ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। আমেরিকা-সহ একাধিক দেশ এই নিয়ে তাদের মতপ্রকাশ করছে। তাদের এই বিষয়ে মতপ্রকাশের অধিকার নিয়েই এ বার প্রশ্ন তুলল বিদেশমন্ত্রক। মন্ত্রকের দাবি এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এই অন্য কোনও মন্তব্য করার কোনও অধিকার নেই বলে বৃহস্পতিবার মন্তব্য করে বিদেশমন্ত্রক।
এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘এটি বিদেশ মন্ত্রকের বিষয় নয়। একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয়ে অন্য দেশের কোনও মন্তব্য স্বাগত নয়।’’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমাদের একটি সাংবিধান আছে, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি আছে। এই সমস্ত ব্যবস্থা ও নীতির মাধ্যমে আমাদের এই ধরনের কোনও সমস্যার সমাধান খুঁজে বের করার সংস্থান রয়েছে। এবং এই বিযয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। কর্নাটক হাই কোর্টে এই নিয়ে এই নিয়ে একটি মামলা চলছে। তাই ভারতের অভ্যন্তরীণ সমস্যা, সংবিধান এবং জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার অধিকার অন্য দেশের নেই।’’
কর্নাটকে স্কুল ও কলেজে ধর্মীয় পোশাক পরার অধিকারকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতেই সম্প্রতি মন্তব্য করে আমেরিকা ও মুসলিম দেশগুলির সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। একে খণ্ডন করতেই মন্তব্য বিদেশ মন্ত্রকের।
তবে ওআইসি-র ক্ষেত্রে একটু কড়া অবস্থান নিয়ে অরিন্দম বাগচী বলেন, ‘‘ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না। এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার।’’