Tripura

‘পর্নোগ্রাফি’ কাণ্ড: সুর চড়ছে ত্রিপুরা বিজেপির বিরুদ্ধে

বিজেপি বিধায়ক যাদব লাল এই প্রথম ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। প্রথম অধিবেশনের শেষ দিনে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০৬:৫৫
Share:

অশ্লীল ভিডিয়ো দেখেছেন বলে অভিযোগ বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

ত্রিপুরার বিধানসভা কক্ষে অশ্লীল ভিডিয়ো দেখায় অভিযুক্ত বিজেপি বিধায়ক যাদব লাল নাথের নৈতিক কারণে স্বেচ্ছায় পদত্যাগ করার উচিত বলে দাবি করল কংগ্রেস। স্পষ্টতই, এই বিষয়ে স্পিকারের দ্রুত সিদ্ধান্ত চাইছে বিরোধীরা। সিপিএমের বক্তব্য, বিজেপি নিজেদের ‘ভারতের সংস্কৃতির ধারক ও বাহক’ মনে করে। তারা ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করছে কেন?

Advertisement

বিজেপি বিধায়ক যাদব লাল এই প্রথম ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। প্রথম অধিবেশনের শেষ দিনে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, যাদব বিধানসভায় তাঁর আসনে বসে মোবাইলে কিছু দেখছেন। সঙ্গে সঙ্গেই অভিযোগ ওঠে যে, বিধায়ক মোবাইলে পর্নোগ্রাফি দেখছিলেন। বিরোধী দল তিপ্রা মথা ইতিমধ্যেই যাদবের বহিষ্কারের দাবি তুলেছে। আজ সুর চড়াল কংগ্রেস ও সিপিএম।

কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণের বক্তব্য, ত্রয়োদশ বিধানসভার প্রথম দিনে মুখ্যমন্ত্রী মানিক সাহা আহ্বান জানিয়েছিলেন, বিধানসভার গরিমাকে যেন অক্ষুণ্ণ রাখা যায়। কিন্তু ওই অধিবেশনের শেষ দিনে তাঁর দলেরই বিধায়ক ‘পবিত্র বিধানসভায়’ বসে পর্নোগ্রাফি দেখেছেন। এখন মুখ্যমন্ত্রী নিজেই তো বিধায়ককে পদত্যাগের নির্দেশ দিতে পারেন। আর যদি না দেন, তা হলে বুঝতে হবে যে, মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছেই নেই। সুদীপের প্রশ্ন, যাদবের জন্য ত্রিপুরা বিধানসভার সব বিধায়ক অপমানিত হয়েছেন। ঘটনার এত দিন পরেও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন না কেন?

Advertisement

সিপিএমের রাজ্য সম্পাদক তথা পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কটাক্ষ, ‘‘বিধানসভাকে কলুষিত করায় অভিযুক্ত দলীয় বিধায়কের বিরুদ্ধে বিজেপি কী পদক্ষেপ করে, তা নিয়ে জনগণ কৌতূহলী।’’ বিজেপির রাজীব ভট্টাচার্য জানান, ঘটনার বিষয়ে যাদব লালের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement