৩৭০-এর চ্যালেঞ্জ অমিতের

অমিতের যুক্তি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জেতার পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে অভিনন্দন জানান অটলবিহারী বাজপেয়ী।

Advertisement

সংবাদ সংস্থা

জামতাড়া শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২০
Share:

ছবি: পিটিআই।

ঝাড়খণ্ড, হরিয়ানা, মহারাষ্ট্রের বিধানসভা ভোটের মুখে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ। তিনি আজ বলেন, কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে পাকিস্তানকে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এ ব্যাপারে রাহুল গাঁধীর অবস্থান কী, মানুষের কাছে কংগ্রেস তা স্পষ্ট করুক।

Advertisement

দিল্লিতে এর জবাব দিয়ে অজয় মাকেন বলেন, ‘‘৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইতিমধ্যেই অবস্থান জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, তিনি সেই প্রস্তাব আদৌ পড়েছেন কি না। তবে বিরোধী দল হিসেবে আমাদেরই এখন মোদী সরকারকে প্রশ্ন করার কথা।’’

অমিতের যুক্তি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জেতার পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে অভিনন্দন জানান অটলবিহারী বাজপেয়ী। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বেছে নিয়েছিলেন বিরোধী নেতা বাজপেয়ীকে। তা হলে, কাশ্মীরের মর্যাদা বিলোপ করতে মোদী সরকার সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের ‘পেটে ব্যথা’ হচ্ছে কেন, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement