সে দিন দূরে নয়, যখন অযোধ্যায় রাম মন্দিরের মাথায় গৈরিক পতাকা উড়বে, মন্তব্য আরএসএস প্রধানের। —ফাইল চিত্র।
শুধুমাত্র রাম মন্দির। আর কিচ্ছু নয়। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির ছাড়া অন্য কিছুই তৈরি করতে দেওয়া হবে না। বললেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে শুক্রবার এ কথা বলেছেন আরএসএস প্রধান। অযোধ্যায় রাম মন্দির তৈরি হতে আর খুব বেশি দেরি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
কর্নাটকের উদুপিতে ‘ধর্ম সংসদ’ আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। গোটা ভারত থেকে বিশ্ব হিন্দু পরিষদ নেতারা যোগ দিয়েছেন সেই কর্মসূচিতে। যোগ দিয়েছেন হাজার দুয়েক সাধু-সন্ত এবং মঠাধ্যক্ষ। এ দিন সেই জমায়েতেই ভাষণ দিয়েছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বিতর্কিত কাঠামোয় যে পাথর রয়েছে, সেই পাথর দিয়েই রাম মন্দির গড়ে তোলা হবে বলে ভাগবত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘‘ওখানে (বিতর্কিত জমিতে) মন্দির আমাদের বানাতেই হবে, ওই পাথর দিয়েই বানাতে হবে। সেই দিন দূরে নয়, যখন মন্দিরটার মাথার উপর একটা গৈরিক পতাকা উড়বে।’’
আরও পড়ুন: জয়পুর দুর্গে ঝুলন্ত দেহ যুবকের, ইঙ্গিত পদ্মাবতীর দিকে
যেমন মন্দির আগে ছিল, ঠিক তেমন মন্দিরই অযোধ্যায় গড়া হবে, মন্তব্য ভাগবতের। দীর্ঘ প্রচেষ্টা এবং বহু বলিদানের মূল্যে আজ এমন একটা দিন এসেছে, যখন মনে হচ্ছে অযোধ্যায় রাম মন্দির গড়া সম্ভব— এ দিন এমনই বলেছেন মোহন ভাগবত। বিতর্কিত ভূখণ্ডের ভবিষ্যৎ কী, তা যে এখনও আদালতে বিচারাধীন, সে কথা ভাগবত নিজের ভাষণে উল্লেখ করেছেন। কিন্তু তা সত্ত্বেও বলেছেন, ‘‘আমরা মন্দির গড়বই। এটা কোনও জনমোহিনী কথা নয়। এটা আমাদের বিশ্বাস এবং তা বদলাবে না।’’
আরও পড়ুন: ১২ বছর পর ফের নীল হতে চলেছে নীলগিরি, কেন জানেন?
কয়েক দিন আগে ‘আর্ট অব লিভিং’ খ্যাত শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, মুসলিমদের অধিকাংশই রাম মন্দিরের বিরুদ্ধে নন। কট্টরবাদী মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) রবিশঙ্করের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে। কিন্তু শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত রাম মন্দির ইস্যুতে ফের মুখ খুলে বুঝিয়ে দিলেন, কোনও বিরোধিতার মুখেই আর নত হতে চায় না সঙ্ঘ পরিবার। বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির দাবি নিয়ে যে আরও জোরকদমে ময়দানে নামতে চলেছে সঙ্ঘ, সে কথাও বেশ স্পষ্ট হয়ে গেল ভাগবতের মন্তব্যে।